MALKHANAGAR HIGH SCHOOL, MALKHANAGAR, SERAJDIKHAN, MUNSHIGANJ , ESTABLISHED-1889 https://www.mmhs.edu.bd Thu, 21 Sep 2023 16:34:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.3 https://www.mmhs.edu.bd/wp-content/uploads/2022/10/cropped-school-favicon-32x32.png MALKHANAGAR HIGH SCHOOL, MALKHANAGAR, SERAJDIKHAN, MUNSHIGANJ , ESTABLISHED-1889 https://www.mmhs.edu.bd 32 32 সভাপতির বাণী https://www.mmhs.edu.bd/2022/10/04/%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/ Tue, 04 Oct 2022 07:30:01 +0000 http://www.malkhanagarhighschool.edu.bd/?p=240 শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বিশ্বের দরবারে মাথা তুলে দাড়াতে পারেনি। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার মান ন্নয়নের সাথে সাথে পরিবর্তন হয়েছে শিক্ষার পদ্ধতিও। এই পরিবর্তনের সাথে সবাইকে মানিয়ে নিয়ে চলতেই সবাইকে প্রযুক্তির ব্যবহার শিখতে হচ্ছে। সম্পূর্ণ বিশ্বের মানুষ এখন প্রযুক্তি নির্ভর। প্রযুক্তিকে আরো অগ্রগতি করতে তথ্য সংগ্রহ করতে হয়, যার একমাত্র সহায়ক হয় ওয়েবসাইট। যেখানে সকল তথ্যের সমাহার থাকে। তথ্যকে কার্যকরী ভাবে ব্যবহার করতে ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মালখানগর হাই স্কুলের ওয়েবসাইটটি ডিজাইন করা হয়। 1889   খ্রিষ্টাব্দে ব্রিটিশ উপনিবেশ আমলে প্রতিষ্টিত হয়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে পরিনত হয় ।মালখানগর হাই স্কুল এদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাপীঠ।  বাংলা মাধ্যম শিক্ষা ব্যবস্থা অনুযায়ী একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের শিক্ষালয় গড়ার প্রতিশ্রুতির মাধ্যমে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় অনেক কঠিন পথ অতিক্রম করে আজ এ প্রতিষ্ঠান মুন্সিগঞ্জ জেলায় একটি সুনামধন্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে আমরা দৃঢ়সংকল্পবদ্ধ।

মো: মহিউদ্দিন আহমেদ

চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিরাজদিখান, মুন্সীগঞ্জ

সভাপতি, মালখানগর হাই স্কুল

]]>
প্রধান শিক্ষকের বাণী https://www.mmhs.edu.bd/2022/10/04/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/ https://www.mmhs.edu.bd/2022/10/04/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/#respond Tue, 04 Oct 2022 07:00:47 +0000 http://www.malkhanagarhighschool.edu.bd/?p=101  

প্রধান শিক্ষক

মালখানগর হাই স্কুলের ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। স্কুলের ওয়েবসাইটটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদের কে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে । তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তরও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবারমান উন্নতহবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে মালখানগর হাই স্কুলের ওয়েবসাইটির সফলতাও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।

মোহাম্মদ মনজুরুল আলম

প্রধান শিক্ষক

মালখানগর হাই স্কুল

প্রধান শিক্ষক

]]>
https://www.mmhs.edu.bd/2022/10/04/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3%e0%a7%80/feed/ 0
মালখানগর হাই স্কুল প্রতিষ্ঠার ইতিহাস https://www.mmhs.edu.bd/2022/10/04/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/ Tue, 04 Oct 2022 06:45:55 +0000 http://www.malkhanagarhighschool.edu.bd/?p=96 পদ্মা, মেঘনা, ধলেশ্বরী নদী বিধৌত উর্বর ভূমি বিক্রমপুর যার প্রাচীন নাম ছিল শ্রীবিক্রমপুর। অতীতকালে বিভিন্ন সময়ে বিক্রমপুর ছিল বঙ্গশাসকদের রাজধানী। বিক্রমপুর বঙ্গদেশের একটি পরগনা হলেও শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে এর সুখ্যাতী ছিল সারা বিশ্বে। এর কারণ যখন থেকে অবিভক্ত বাংলায় আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু হয় তখন শুধু বিক্রমপুরে যতগুলো হাই স্কুল ছিল অন্য কোন অঞ্জলে তার অর্ধেকও ছিল না। এই বিখ্যাত বিক্রমপুরের কেন্দ্রস্থলে বর্তমান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলাধীন মালখানগর ইউনিয়নে অবস্থিত এ এলাকার অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ মালখানগর হাই স্কুল। আজ থেকে ১৩৫ বছর পূর্বে বিক্রমপুরে ৫টি হাই স্কুল প্রতিষ্ঠিত হয় তার একটি হলো মালখানগর হাই স্কুল। মালখানগর গ্রামের প্রতিষ্ঠাতা বসূ পরিবারই মালখানগর হাই স্কুলের প্রতিষ্ঠাতা। তাই এ স্কুলের ইতিহাস জানতে হলে মালখানগরের বসু পরিবারের সংক্ষিপ্ত ইতিহাস জানতে হয়।মালখানগরের বসূ পরিবার তদানিন্তন (১৬ শতক-২০ শতক) বঙ্গদেশের এক বিখ্যাত পরিবার ছিল। তাদের আদিপুরুষ দশরথ বসূর অধাস্তন সপ্তদশ পুরুষ দেবীদাস বসূ ঠাকুর মালখানগরের গোড়াপত্তন করেন। দেবীদাস বসূর পিতামহ গোপাল বসূ বর্তমান ভারতের পশিচম বঙ্গের ২৪ পরগনা জেলার বসিরহাটের বাসিন্দা ছিলেন। গোপাল বসূর চার পুত্রের মধ্যে তৃতীয় পুত্র গোবিন্দ বসূর সন্তানগণ মালখানগরে বসুঠাকুর পদবী প্রাপ্ত হয়ে বসবাস শুরু করেন।

⇒ইতিহাস আপডেট চলতেছে- নিচের লেখাটা কারেকশন করতে হবে

 গোবিন্দ বসুর প্রথম পুত্র দেবীদাস বসু মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীনে বাংলার সুবাদার শায়েস্তা খান নওয়ারমহল নজরুদ্ধ বিহার এর প্রধান হাজী শফিক খান অধীনস্থ কানুগো সুপথে নিয়োগ প্রাপ্ত হয়ে বসিরহাট থেকে ঢাকা নগরীতে এসে বসবাস শুরু করেন বর্তমান ঢাকার বউবাজার দয়াগঞ্জ নারিন্দা ছিল তৎকালীন এলাকার যা বসুদের পদবী থেকে নামকরণ হয়েছিল পরবর্তীতে দেবীদাস বসুর আরেক ভাই নারায়ণ চন্দ্র বসুর নামে নারায়ণদা নামকরণ হয় এরা মহাল বিভক্ত ছিল যার তৎকালীন মুদ্রাবাসিক আইছিল ১৪ লক্ষ টাকা ছিলেন আয়কর বিভাগের প্রধান কর্মকর্তা তার অধীনে ছিলেন আরো অনেক কর্মকর্তা যাদের মধ্যে বিখ্যাত রাজা রাজবল্লবের পিতা কৃষ্ণ জীবন মজুমদার কাচারি ছিল তখন ঢাকায় কয়েক বছর পর কাজের সুবিধার্থে নির্মাণ করেন তখন কাচারির নাম ছিল মালখানা ওই মালখানা থেকেই বর্তমান মালখানগর নামের উৎপত্তি বসু ঠাকুর পরিবার সেই মগল আমল থেকে শুরু করে ব্রিটিশ আমল পর্যন্ত প্রচন্ড প্রতাপ এ মালখানা ঘরে বসবাস করতে থাকেন বসু পরিবার ছিল শিক্ষা সংস্কৃতি রাজনীতি ও খেলাধুলার জন্য বিখ্যাত ১৯ শতকের প্রথমার্ধে যখন আনুষ্ঠানিক বা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলা চালু হয় তখন থেকেই পশুর পরিবারের কয়েকজন বৃদ্ধাশয় ও মহৎ প্রান ব্যক্তি উচ্চ বিদ্যালয় মালখানা করি একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন কারণ তখন গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না লেখাপড়া করতে হলে হয় ঢাকায় অথবা কলকাতা যেতে হতো তাই বসু পরিবার ১৮৬২ খ্রিস্টাব্দে মালখানাগরে প্রথম একটি ইংরেজি মাইনাস স্কুল প্রতিষ্ঠা করেন যাতে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হতো তারপর কিশোরী মোহন বসু প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পরপর কয়েকটি সভা করেন এবং সিদ্ধান্ত নেন যে ১৮৮৯ সালেই স্কুলে ভর্তি শুরু হবে চন্দ্রকান্ত বসু নিজে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ শুরু করেন সৌভাগ্যবশত ওই সময়ের সুবিখ্যাত শিক্ষাবিদ ঋণাত সেন ঢাকা বিভাগের স্কুল ইন্সপেক্টর হয়ে আসেন বসুদের অনুরোধ সেনের প্রতিষ্ঠায় ১৮৮৯ খ্রিস্টাব্দে উত্তর ফ্রান্স স্কুলে পরিণত হয় ওই বছরেই স্কুলটির বর্তমান স্থানে স্থানান্তরিত হয় তবে প্রথম প্রতিষ্ঠিত করে কয়েক বছর বাবুর নীলকান্ত হয়ে যায় প্রতিষ্ঠ কখন স্কুলটির নাম হয় মালখানগর হাই ইংলিশ স্কুল এই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন বাবু চন্দ্রকান্ত বৈশিষ্ট ঠাকুর বিএ অনার্স ইংরেজি ও ইতিহাস তখন ম্যানেজিং কমিটির বর্তমান রূপ ছিল না ম্যানেজিং কমিটির প্রধান হতেন সেক্রেটারি জিনিস শিক্ষিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এ ছাড়া মহকুমা প্রশাসন এসডিও পান 

]]>
মুন্সীগঞ্জ জেলা https://www.mmhs.edu.bd/2022/10/04/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/ Tue, 04 Oct 2022 06:30:06 +0000 http://www.malkhanagarhighschool.edu.bd/?p=12 ইতিহাস,ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষীর স্মৃতিধন্য মুন্সিগঞ্জ জেলা। এ জেলার প্রাচীন নিদর্শন সমূহের সাথে জড়িয়ে রয়েছে হাজারো গৌরব গাঁথা, সুখ-দু:খের নানা উপাখ্যান।সংগীত, নাটক, নৃত্য, সাহিত্য, আবৃত্তি-সংস্কৃতির সকল শাখায় সমৃদ্ধ এই মুন্সিগঞ্জ।এ জেলা সুপ্রাচীন চন্দ্ররাজাদের তাম্রশাসনের অঞ্জলি থেকে শুরু করে পাল, সেন, মোঘল, বার ভূঁইয়াদের কীর্তিতে সমুজ্জ্বল হয়ে একটি স্বাধীন বঙ্গ রাজ্যের রাজধানী বিক্রমপুরের কীর্তিময় অংশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িত রয়েছে মুন্সিগঞ্জ বাসীর অবিস্মরনীয় অবদান। বাংলাদেশের জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে এ জেলা পালন করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা।

নামকরণ

মুন্সিগঞ্জের প্রাচীন নাম ছিল ইদ্রাকপুর। কথিত আছে, মোঘল শাসন আমলে এই ইদ্রাকপুর গ্রামে মুন্সী হায়দার হোসেন নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি মোঘল শাসকদের দ্বারা ফৌজদার নিযুক্ত হয়েছিলেন। অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী মুন্সী হায়দার হোসেনের নামে ইদ্রাকপুরের নাম হয় মুন্সীগঞ্জ। কারো কারো মতে জমিদার এনায়েত আলী মুন্সীর নামানুসারে মুন্সিগঞ্জ  নামকরন করা হয়েছে।

 

ভূমির আকৃতি

মুন্সিগঞ্জ জেলা নদীবাহিত সমতল এলাকা। জেলার সকল অঞ্চলের ভিতর দিয়ে নদী প্রবাহিত হয়েছে।মুন্সিগঞ্জের বেশীর ভাগ এলাকা নিম্নভূমি বলে বর্ষার পানিতে অনেক সময় প্লাবিত হয়ে পড়ে। এ জেলার মধ্য দিয়ে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদী প্রবাহিত হওয়ায় বর্ষা মৌসুমে নদী তীরবর্তী এলাকাসমূহ নদী ভাংগনের কবলে পড়ে।

জলবায়ু

মুন্সিগঞ্জের জলবায়ু সমভাবাপন্ন। তবে আর্দ্রতা, বৃষ্ট্রিপাত ও শীতের প্রকোপ বাংলাদেশের অন্যান্য নদীবাহিত এলাকার অনুরূপ। অপেক্ষাকৃত বৃক্ষাদির সংখ্যা বেশি হওয়ায় এ এলাকার আবহাওয়া বসবাসের জন্য আরামদায়ক।

]]>